শনিবার, ১৭ জুলাই, ২০১০

X(

ঘটনাটা এ রকম।

একজনকে ডাঙ্গা থেকে পানিতে ফেলে দিলাম, তারপর সে কিছুক্ষণ লাফালাফি করার পর আবার তারে ডাঙ্গায় তুললাম। এইবার তারে খুশি করার জন্য বললাম, দেখছো আমি কত ভালো, তোমাকে পানি থেকে তুললাম।:P

এইটা কি কিছু হইলো নাকি? আমাকে ফেলার কি দরকার ছিল?

এখানে যেটা হলো তা হলো সস্তা নাটক। এইরকম বস্তাপচা কাহিনী মানুষকে আর কত খাওয়ানো যায়?

তুমি যদি নিজেকে এতই ভালো দাবি কর, তাহলে, যাদের পানিতে ফেলা দরকার তাদের পানিতে ফেল না কেন?

তুমি কেন বুঝতে চেষ্টা কর না (নাকি বুঝতে চাও না!!!) যে, ঝকঝকে তকতকে বেশ্যালয়ের থেকে আমার ভাঙাবাড়িই ভালো।

কোন মন্তব্য নেই :

একটি মন্তব্য পোস্ট করুন