গত ২০০৭-১০-৩০ তারিখ ১৬:৪৮:১৩ টার সময় সাদা মেঘের ভেলা জোকস্ শিরোনামে একটি পোস্ট করেন। তো সেই পোস্টটি সম্পর্কে আমি বলেছি যে, সেটি আমার ব্লগ থেকে কপি করা (৮ নং কমেন্ট)। উনি তার উত্তরে বলেন, কখগঘ ভাইকে বলছি, ভাই আমি আপনারটা পড়িনি, দেখিওনি। তাই আপনার অপবাদ এর তীব্র প্রতিবাদ জানাই। - ১১ নং কমেন্ট।
সেই পোস্টটি যে আমার ব্লগ থেকে কপি করা হয়েছে এ ব্যাপারে আমার কোন সন্দেহ নেই। আমার সাথে তার কোন শত্রুতা নেই। এরপরও আমি বলছি যে, আমার ব্লগ সাদাসিধে কৌতুক এর কার্বন কপি হলো তার সেই পোস্টটি। আমি আমার পোস্টটি করেছিলাম ২০০৭-১০-১৮ তারিখ ১৫:১৭:৫৬ টার সময়।
দুটো পোস্ট কেউ মিলিয়ে দেখতে পারেন? একেবারে দাড়ি কমা সেমিকোলন সহ এক। আমার পোস্টটা একটা জোকস সাইট থেকে নেয়া। এখন কেউ বলতে পারেন যে, সাদামেঘের ভেলা ওই সাইট থেকে কপি করেছেন। এখানে আমার কথা হলো, সেটি সেখানে ইংরেজীতে লেখা ছিল। এবং কিছু পার্থক্যও ছিল আমার পোস্ট এর সাথে। আমি somewhereinblog এ দেয়ার জন্য তা অনুবাদ করি। এখন, আমার অনুবাদ হুবহু আর কারো অনুবাদের সাথে এক হতে পারে না। কারন, কিছু কিছু জায়গায় পরিবর্তন করা হয়েছে।
আমি যেখান থেকে পড়েছি, তার লিংক দিলাম এইখানে। এই লিংক এর ৯ নং জোকস্ টা আমি অনুবাদ করি।
এখন সাদামেঘের ভেলা ভাই যদি বলতেন, আপনি কোথা থেকে নিয়েছেন, তা হলে আমার জন্য খুব সুবিধা হয়। কারন, আমি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করতে পারি। হাজার হলেও তার আমার মস্তিস্ক একেবারে ১০০% মিল রেখে তৈরি করা হয়েছে । না দেখাতে পারলে স্বীকার করাটাই কি ভালো ছিল না?
বিশেষ দ্রষ্টব্য: আমার পোস্ট অন্য একজন রি-পোস্ট করেছেন, এতে আমি কোন কিছু বলতে চাইনি। কারন, সেটা কোন মৌলিক পোস্ট ছিল না। কিন্তু তীব্র প্রতিবাদের কারণে বলতে বাধ্য হলাম।
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন