তিন লোক প্রতিবন্ধি সাতাঁর প্রতিযোগিতায় অংশ নিতে গেছে। তাদের মধ্যে একজনের হাত নেই, আর একজনের পা নেই, আর শেষ জনের শুধু মাথা আছে কিন্তু শরীর নেই।
সাতাঁর শুরু হলো। হাত ছাড়া লোকটি প্রথমেই লিড নিয়ে নিল। এবং সেই সাথে পা ছাড়া লোকটি এগিয়ে আসতে লাগলো। আর শুধু মাথা সহ লোকটি তলিয়ে যেতে শুরু করলো।
কিছু সময় পরে, পা ছাড়া লোকটি যখন প্রথম স্থানে থেকে সাতাঁর শেষ করলো, তখন সে দেখতে পেলো যে, পানির নিচ থেকে বুদবুদ বের হচ্ছে। তাই সে পানির নিচে চলে গেল আর মাথাটাকে তুলে আনল।
কিছুক্ষণ কাশাকাশি করার পর যখন মাথাটা সুস্থ বোধ করছে, তখন সে মাথাকে জিগ্গাসা করল, "তুমি হাত পা ছাড়া সাতাঁর কাটতে এসেছ কেন?"।
মাথাটা উত্তর দিল, "আরে তিন বছর ধরে আমি কান দিয়ে সাতাঁর কাটা শিখলাম, আর এখানে সাতাঁর শুরু হবার আগে কে যেন মাথায় সুইমিং ক্যাপ পরিয়ে দিল"।
শনিবার, ১৭ জুলাই, ২০১০
এতে সদস্যতা:
মন্তব্যগুলি পোস্ট করুন
(
Atom
)
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন