# সামহোয়ারইন ব্লগে কেউ কিছু পোস্ট করবে না।
# ওই ১ ঘন্টা কোন লোডশেডিং থাকবে না (কি মজা)।
# কোন যানবাহন ১ সে. মি. নড়াচড়া করতে পারবে না।
# টিভিতে কোন অনুষ্ঠান প্রচারিত হবে না (কেউ চাইলেও বিটিভি দেখতে পারবে না... বাইচ্যা গেছি
# কোন দম্পতি ঝগড়া করতে পারবে না।
# কোন ছাত্র লেখাপড়া করতে পারবে না।
# কোন ছিনতাইকারি ছিনতাই করতে পারবে না (আরামে রাস্তাঘাটে ঘুরাঘুরি করা যাইবো)।
..........
..........
.........
# কেউ কিছুই করতে পারবে না।
অতএব, হুদা বইয়া থাইক্যা লাভ কি? আমার বাসায় আইসা পরেন। আপনাগো সবাইরে আমার দাওয়াত। রাইত ১১ টা থেকে ১২ টা পর্যন্ত এর মধ্যে আইসা পরেন। খাওয়ামু। তয় ১২ পরে আইলে বা ১১টার আগে কইলাম কাম অইব না।
কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন